চৌগাছা সংবাদাতা
বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলি যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি উপজেলা ও পৌর শহরের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় নাসিমুল গনি শেলী বলেন, বর্তমান সরকার এ দেশে শারদীয় দুর্গাপুজা উৎসব ও সনাতন ধর্মালম্বীদের পাশে আছে এবং থাকবে। সনাতন ধর্মালম্বীরা যাতে তাদের শারদীয় দুর্গোৎসব জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারে সে জন্য সরকার সকল ব্যবস্থা নিয়েছে। তিনি নিরাপদে এ উৎসব পালন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
এ সময় তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ দাসপাড়া কালী মন্দির, পৌর শহরের কংশারীপুর বিশ্বাসবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, নিরিবিলিপাড়া ও কালিতলা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর, এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, এস এম হাবিবুর রহমার পৌর কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, প্রেসক্লাব চৌগাছার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ রহিম, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা গোবিন্দ কুমার সাহা, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঈন উদ্দীন প্রমুখ।