সাতক্ষীরা সংবাদদাতা
ইছামতিতে এবারও দু’পার বাংলার মানুষের মিলন মেলা ছাড়াই সম্পন্ন হয়েছে প্রতিমা বিসর্জন। যুগ যুগ ধরে দুই বাংলার মানুষের সমন্বয়ে শত শত নৌকা বা অন্যান্য বাহন নিয়ে বিজয়া দশমীতে ইচামতি নদীতে বসতো মিলনমেলা। দেবহাটার বাংলাদেশ-ভারত সীমান্তের টাকি-টাউনশ্রীপুরে বসতো এ মেলা। কিন্তু গত ২০১৩ সাল থেকে হঠাত করেই নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে যায় এ মিলনমেলা।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের রোববার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন করা হয়েছে। শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন হলেও এবারও মিলনমেলা ছাড়াই সম্পন্ন হয়েছে বিজয়া দশমী। তবে ভারতীয়দের তাদের সীমানায় নদীতে নৌকা নিয়ে চলাফেরা করতে দেখা গেছে। কিন্তু বাংলাদেশ সীমানায় কোন ব্যক্তিগত নৌকা বা কোনকিছু চলাচল করতে পারবে না এমন নির্দেশনা থাকায় দুপুরের পর থেকে বিজিবির কঠোর টহল লক্ষ্য করা যায়। একমাত্র বিজিবির একটি স্পীড বোট নদীতে টহল দেয়। এ কারণে বিকেল তিনটায় শুরু হওয়া মেলা নদীর পাড়ে ভেড়ির উপরে দাঁড়িয়ে উপভোগ করেন স্থানীয়রা। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মঞ্চ করা হয়। সেখানে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দসহ সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস