কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে আপদকালীন ড্রেজার মেশিনের সংখ্যা বৃদ্ধি করে দ্রুত জলাবদ্ধতা নিরসন ও দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সমস্যাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কেশবপুর উন্নয়ন কমিটি ও বন্যাকবলিত এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন করা হয়। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানি স¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শহরের ত্রিমোহিনী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জুলফিকার আলী, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, শফিকুল ইসলাম সুইট, বাবুল রানা বাবু, কবির হোসেন রিপন, অহিদুর রহমান অন্তু প্রমুখ।
৭ দফা দাবির ভেতর রয়েছে- কেশবপুরকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করা, আপদকালীন আরও ড্রেজারের মাধ্যমে হরিহর নদ, বুড়িভদ্রা ও আপার ভদ্রা নদীর পলি নিষ্কাশনের মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা করা, বিল সংলগ্ন খালের পলি অপসারণ ও খনন এবং দুই পাড়ের মাটি সংরক্ষণ; স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে প্রকল্প তৈরি ও বাস্তবায়ন করা, অপরিকল্পিত ঘের সংস্কার ও ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করার দাবি, ঘেরের বেড়ি হিসাবে সরকারি রাস্তা ব্যবহার বন্ধ করা, সরকারি জমি ও খাল ঘের হিসেবে ব্যবহার বন্ধ করা এবং সকল প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে স¤পন্ন করা।