চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছার অদম্য মেধাবী মুখ মা হারা গরীব অসহায় পরিবারের সন্তান শিপলা খাতুন। ঘোষিত এইচএসসি পরীক্ষায় চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ হতে বাণিজ্য শাখায় সে জিপিএ ৫ পেয়েছে। এসএসসিতে বাণিজ্য শাখায় জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি জেএসসিতে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছিল।
শিপলা খাতুন উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া রামভাদ্রপুর গ্রামের দিনমজুর পিতা নজরুল ইসলামের ছোট মেয়ে।
ফলাফল হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিপলা খাতুন। তার স্বপ্ন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।
এরপর বিসিএস দিয়ে সে একজন প্রশাসনিক ক্যাডার হয়ে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা। কিন্তু বড় বাধা হচ্ছে অর্থ। শিপলা ও তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।