বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের দড়াটানা ভৈরব পার্ক মুক্ত মঞ্চে শনিবার বিকেলে পরিবেশিত হয়েছে পথনাটক ‘মানবতার শহর’ শিপন চৌধুরী রচিত ও নির্দেশিত ১৫ মিনিটের এই নাটকে আমাদের পারিপার্শ্বিক জীবনের বর্তমান অবস্থান প্রেক্ষিত উঠে এসেছে।
পথনাটকের মূল উপজীব্য ‘পৃথিবীর সকল প্রাণ শান্তিপূর্ণ জীবনের খোঁজে সীমালঙ্ঘন করে’ একজন আগন্তুক যে খুঁজে ফিরছে একটি শহরের ঠিকানা। মানবতার শহর পৌঁছে সে দেখে এখানে শুধু রক্তের দাগ। কোন মানুষ নেই আছে শুধু কবরের উপর কবর। এই শহরে ধর্মের কোন প্রাচীর ছিল না। মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা এক সাথে অবস্থিত। হঠাৎ এই শহরে ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু হয় এবং একে-অন্যের ধর্মীয়স্থানে হামলা করে কালের বিবর্তনে নরকে পরিণত হয় মানবতার শহর। এই শহরের মৃত মানুষগুলো অপেক্ষা করে মহাপ্রলয়ের।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নিরব, সোমা, মুন, অলক ও শিপন। বিকেল ঠিক ৫টা ১০ মিনিটে শুরু হয় নাটকটি।