বাংলার ভোর প্রতিবেদক
যশোর কোতয়ালী থানাধীন ইছালি ইউনিয়নের হাশিমপুর গ্রামের ওয়াদুদ হোসেনের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতির ঘটনায় নগদ অর্থ, স্বর্ণ অলংকর ও মোবাইল ফোন লুটপাটের ঘটনা ঘটেছে। যার অনুমানিক বাজার মূল্য আঠারো লক্ষাধিক টাকা।
জানা গেছে, শুক্রবার রাত অনুমানিক ৩ টার সময় হাশিমপুর গ্রামের বাজার সংলগ্ন ওয়াদুদ হোসেনের বাড়িতে ৬ জন ডাকাত সদস্য মুখে মুখোশ পরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল পিস্তল, শর্ট গান ও রামদা ধরে নিয়ে বসতবাড়ির জানালার গ্রীল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে। সাজ্জাদ ও শাওনের মুখ লুঙ্গি ও ছেড়া কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরবর্তীতে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটপাট করে।
ওয়াদুদ হোসেন বলেন, ডাকাতরা তার ঘরের আলমারি ভেঙ্গে নগদ তিন লক্ষ টাকা এবং মহিলাদের হাতের রুলি, টিকলি, কানের দুল, গলার চেইন, ব্যচলেটসহ আনুমানিক ১৪ ভরি পাঁচ আনা স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। এসময় ডাকাত দল তাদের ব্যবহৃত ৩ টি মোবাইল সেট যার মোবাইল নম্বর ০১৭১২৫৪৭৯৭২, ০১৭৪০৫৫২৪০১, ০১৯১৪১৫৫৮৯২, ০১৭৪৮৯৪৩৪৮৫ ও ০১৯৫১৭৮০৯৫৬ নিয়ে চলে যায়।
ডাকাতি ও মালামাল লুটপাটের এ ঘটনায় কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।