বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব যোবায়ের বলেছেন, জুলুম শোষন উৎখাত করে বৈষম্যহীন একটি ইনসাফপুর্ণ সমাজ গড়তে চায় জামায়াত । এজন্য জামায়াতের সদস্যদের (রুকন) দ্বীন কায়েমের পথে অবিচল থাকতে হবে।
যশোর জেলা আমীর গোলাম রসুলের সভাপতিত্বে শনিবার সকালে রুকনদের এক দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. এহসানুল মাহবুব যোবায়ের। আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বেলাল হোসাইন, জেলা সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, মাও. রেজাউল করিম, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাড. গাজী এনামুল হক, জেলা শুরা সদস্য মাও. ইসমাইল হোসেন, অধ্যাপক আব্দুল হক, অধ্যাপক আশরাফ আলী, সাবেক ছাত্রনেতা আলমগীর হুসাইন প্রমুখ।