নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
দীর্ঘ প্রায় দেড় যুগ পর উৎসব মুখর পরিবেশে চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বার সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের নির্দেশে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন রাত ৪ টা পর্যন্ত নিজে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষক করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। ভোট গ্রহণ শেষে সকল প্রার্থীসহ সকলের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উপজেলার বহু প্রতিক্ষিত চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সভাপতি পদে সাইদুল ইসলাম মোড়ল (মোটরসাইকেল) মার্কায় ভোট পেয়েছেন ৬৪০ পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুস সেলিম মোড়ল আনারস মার্কা ভোট পেয়েছেন ৫৭১, সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন (টিউবওয়েল) ভোট পেয়েছেন ৬০৮ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফরহাদ হোসেন বাবু ঘোড়া মার্কা ভোট পেয়েছেন ৩৪২.Õ2c
অনন্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে রবিউল ইসলাম (হাতি), সহ-সম্পাদক পদে দেবব্রত রায় (তালা), কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান বাবলু (হরিণ), সাংগঠনিক সম্পাদক পদে শেখ মো. মোসলে আক্তার লেলিন (বাইসাইকেল), দপ্তর সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন (দোয়াত কলম), প্রচার সম্পাদক পদে শফিকুল ইসলাম গাজী (আম), উন্নয়ন ও পরিবেশ সম্পাদক পদে শাহিদুর রহমান (গোলাপ ফুল), ক্রীড়া সম্পাদক পদে আমিনুল ইসলাম (ক্রিকেট ব্যাট) এবং ৫টি কার্যনির্বাহী সদস্য পদে কারিমুল ইসলাম (হেলিকপ্টার), কৃষ্ণ বিশ্বাস (চিংড়িমাছ), জামির হোসেন (রিক্সা), আব্দুল হালিম মোড়ল (ঘুড়ি), জাহিদুল ইসলাম (মই) নির্বাচিত হয়েছেন। বিগত ১৭ বছর পর এমন একটি উৎসবমুখর নির্বাচনের রূপকার ছিলেন চুকনগর বাজার বণিক সমিতির আহবায়ক ও ৫নং আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনসহ এলাকার ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।