বাংলার ভোর প্রতিবেদক
দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের শ্বশুর ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মাহবুবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ যোহর শহরের ঘোপ নওয়াপাড়া রোড জামে মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কারবালা কবর স্থানে দাফন করা হয়। জানাজার পূর্বে মরহুমের পুত্র হাবিবুর রহমান মিল্টন পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন। এছাড়া মরহুমের সহপাঠি সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আলী বক্তব্য রাখেন। বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দসহ আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশী জানাজায় অংশ নেয়।
উল্লেখযোগ্যরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, বিএনপি নেতা মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, শরফুদ্দৌলাহ্ ছোটলু, জামায়াত নেতা গোলাম কুদ্দুস, চিকিৎসক নেতা এসএম রবিউল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামউদ্দিন অমিত, ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ, সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।
উল্লেখ্য, সাবেক ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান শনিবার সন্ধ্যায় শহরের নওয়াপাড়া রোডস্থ নিজ বাসভবনে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন।