বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা আইনজীবি সমিতির নির্বাচন আজ। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি ও জামায়ত আলদা প্যানালে নির্বাচন করছে। কৌশাল গত কারণে আওয়ামীলীগ কোন প্যানেল না দিলেও নির্বাচনে মাঠে রয়েছে। সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে বর্তমান সভাপতি আবু মোর্ত্তজা ছোট সুবিধাজনক আবস্থানে থাকলেও সাধারণ সম্পাদক পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এ পদে চার হেবিওযেট প্রার্থী লড়াই করছে। জামায়েত সমর্থিত বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের সাধারণ সম্পাদক পদে আ.ক.ম মনিরুল ইসলাম, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে সাধারণ সম্পাদক পদে এমএ গফুর, আওয়ামী আইনজীবী সমার্থিনে সাধারণ সম্পাদক পদে খালেদ হাসান জিউস, হাদিউজ্জামান সোহাগ প্রার্থী হয়েছেন।
যশোর বারে দলীয় ভাবে প্রার্থী দিলেও যশোর বারের নির্বাচন কখন দলে প্রভাব পড়ে না। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের হিসাব জটিল। তবে নির্বাচনের আগে সাধারণ সম্পাদক পদে এ্যাড গফুরের নামে করোনা কালীন সময়ে সাধারণ সদস্যদের বিভিন্ন সুয়োগ সুবিধা না দেওয়ার অভিযোগ উঠেছে। যার প্রচার পত্র চারিদিকে ছড়িয়ে
এবারের নির্বাচনে ১৩ পদে ২৮ জন প্রার্থী লড়াই করছেন। এবারের নির্বাচনে ৫৩৮ জন ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি আবু মোর্ত্তজা ছোট ও সাধারণ সম্পাদক পদে এমএ গফুর। সহসভাপতি পদে গোলাম মোস্তফা ও আব্দুল লতিফ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে বোরহান উদ্দীন সিদ্দিকি, সেলিম রেজা, গ্রন্থগার সম্পাদক পদে ইলিয়াস সাদত (শাহাদৎ) ও সদস্য পদে মুন্সি মো. মনজুরুল মাহমুদ, মৌলুদা পারভীন, মাধবেন্দ্র অধিকারী, এনামুল আহসান টিটুল, তরিকুল ইসলাম লড়াই করছেন।
জামায়েত সমর্থিত বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের সাধারণ সম্পাদক পদে লড়ছেন আ.ক.ম মনিরুল ইসলাম, সহসভাপতি পদে আলমগীর সিদ্দিক ও মনজুর কাদির আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওয়াজিউর রহমান, গ্রন্থগার সম্পাদক পদে এসএম শাহারিয়ার হক ও সদস্য পদে শফিকুল ইসলাম, রওশনারা খাতুন রুমা, রফিকুল ইসলাম তাসমিম মাঠে রয়েছেন।
আওয়ামী আইনজীবী সমার্থিত সাধারণ সম্পাদক পদে হাদিউজ্জামান সোহাগ। এছাড়া একই পরিষদের অপর অংশের সভাপতি পদে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক পদে খালেদ হাসান জিউস। গণতান্ত্রিক আইনজীবী ফন্টের সমার্থিত সহকারী সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আশরাফুল আলম।