মাগুরা সংবাদদাতা
মাগুরা সদরের আঠারোকাদা গ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা সুরমান শেখের (৭৫) মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে,জমি নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে সদর উপজেলার ১নং আঠারোখাদা ইউনিয়নের আঠারোখাদা গ্রামের মফিজুল ইসলাম (৩৫) পিতা সুরমান শেখকে এলোপাতাড়ি ছুরিকাঘাত জখম করে। পরে পালানোর সময় স্থানীয় জনতা তাকে সেভেন গিয়ার চাকুসহ আটক করে পুলিশে দেয়। স্বজনরা দ্রুত আহত সুরমান শেখকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি মাগুরা সদর থানায় আছেন। সুরমান শেখের পাঁচ পুত্র ও তিন কন্যা সন্তানের মাঝে মফিজুল ছোট এবং সে মাদকাসক্ত বলে জানিয়েছে এলাকাবাসী।