বাংলার ভোর প্রতিবেদক
কোটচাঁদপুর উপজেলার সদ্য গঠিত কৃষকদলের আহ্বায়ক কমিটি বাতিল ও জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাসের সকল পদ থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা কৃষকদল।
রোববার বিকালে কৃষক দলের কমিটি গঠনে স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতা ও অর্থবাণিজ্যের অভিযোগ এনে স্থানীয় পোস্ট অফিস মোড়ের বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করেন সংগঠনের প্রতিবাদী সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাহিত্য বিষয়ক সম্পাদক এবং সম্ভাব্য কৃষক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি আবু বকর বিশ্বাস, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান একরামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান মিয়া, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেকজাউল হোসেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,
পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন, পৌর যুবদলের সদস্য সচিব সেলিম রেজা মধু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব শাহনুর রহমান শাহান প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, গত ৬ নভেম্বর কোটচাঁদপুর প্রিজন ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কোটচাঁদপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দ ত্যাগিদের মূল্যায়নের কথা বললেন তা না করে বরং শুধুমাত্র উপজেলা আহবায়য়ক সাক্ষরিত পত্রে সংগঠনের উপজেলা কমিটি গঠন করেন জেলা আহ্বায়ক ওসমান আলী। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। মোহাম্মদ আলী বলেন, আহ্বায়ক কমিটির শীর্ষ পদে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের নামে কোনও মামলা নেই। এ ছাড়া ওই কমিটির আহ্বায়ক রফিকুল ইসলামের নামেও আওয়ামী দুঃশাসনের সময় কোন মামলা নেই। আর সদস্য সচিব আবুল কাসেম বাবু স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন ৮ গ্রামের ইক্ষু সমবায় সমিতির জমি নিজের নামে রেস্ট্রি করে নেন বলে জনশ্রুতি আছে। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আছে দলের অভ্যন্তরে কোন দুর্নীতিবাজ এবং সুবিধাবাদীদের ঠাঁই নেই।
অথচ জেলা আহ্বায়ক সজ্ঞানে তারেক রহমানের নির্দেশ অগ্রাহ্য করে শুধুমাত্র ব্যক্তিস্বার্থের কারণে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দুর্নীতিবাজ এবং বিশ্বাসঘাতক ওসমান আলীর জেলা কৃষক দলের আহবায়কের পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি। সাথে সাথে কোটচাঁদপুরের সদ্য গঠিত আহবায়ক কমিটি বাতিলেরও দাবি করছি।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কৃষক দলের আহবায়ক ওসমান আলী বিশ্বাস বলেন, তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা দল করতে এসেছি কারোর কাছ থেকে টাকা নেয়ার জন্য নয়। দলের পিছনে টাকা খরচ করতে।
সংবাদ সন্মেলন শেষে নেতা-কর্মীরা কোটচাঁদপুর পোস্ট অফিস মোড় থেকে সংগঠনের জেলা আহ্বায়ক ওসমান আলী বিশ্বাসের অপসারণ ও কোটচাঁদপুরের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে নানা স্লোগানে বিক্ষোভ করেন। পরে মেইন বাস স্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।