বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের ভৈরব চত্বরে পৃথক ব্যানারে কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ও পদত্যাগি নেতারা। ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে হামলা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক রাশেদ খান ও সদস্য সচিব জেসিনা মুর্শিদের নেতৃত্বে বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিলে ভারতের জাতীয় পতাকা ছিড়ে প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতাকর্মীরা ‘ভারতের আগ্রাসণ ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ দিল্লি না ঢাকা’ ‘দালালি না রাজপথ’ সহ ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরণের প্রতিবাদি স্লোগান দিতে থাকেন। পরে ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম আহবায়ক দেবব্রত দাস, মারুফ হাসান সুকর্ণ, যুগ্ম সদস্য সচিব সাইদ হাসান, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মামুন, মুখপাত্র ফাহিম আল ফাত্তা, এসকে সুজন প্রমুখ। এ সময় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপ¯িথত ছিলেন।
এর আগে একই স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির পদত্যাগী যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ ও সজীব হোসেনের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করাসহ ভারতের আগ্রাসন বন্ধের দাবি করেন নেতাকর্মীরা। এ সময় ভারত ও ইসকন বিরোধী বিভিন্ন ধরণেন স্লোগান দেন তারা। মঞ্চের সামনে ভারতের জাতীয় পতাকা পদদলিত করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে পদত্যাগ করা ছাত্রনেতা মাসুম বিল্লাহ, সজীব হোসেন, যশোর কমিউনিটির পরিচালক রায়হান হোসেন প্রমুখ।