শ্যামনগর সংবাদদাতা
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে আনন্দ র্যালিটি পৌরসভা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, নকিপুর বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণনন্দন মুখার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিব, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, উপজেলা কর্মকর্তা কর্মচারীগণ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা বিভিন্ন স্কুল-কলেজে আগামী ৯ জানুয়ারির মধ্যে তরুণ উৎসব উপলক্ষে বিতর্ক অনুষ্ঠান, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করতে স্কুল কলেজ শিক্ষকদের প্রতি আহ্বান জানান।