বাংলার খেলা প্রতিবেদক
যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার শুরু হবে সেভেন এ সাইড ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট। সোনালী অতীত ক্লাব, যশোরের আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নেবে আটটি দল। প্রতিদিন চারটি করে ম্যাচ অনুর্ষ্ঠিত হবে।
‘ক’ গ্রুপে রয়েছে যশোর সোনালী অতীত ক্লাব (লাল), বগুড়া সোনালী অতীত ক্লাব, সাতক্ষীরা সোনালী অতীত ক্লাব ও চুয়াডাঙ্গা সোনালী অতীত ক্লাব।
‘খ’ গ্রুপে থাকা দলগুলো হচ্ছে যশোর সোনালী অতীত ক্লাব (সবুজ), মাগুরা সোনালী অতীত ক্লাব, খুলনা বয়রা সোনালী অতীত ক্লাব ও রাজশাহী সোনালী অতীত ক্লাব।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যশোর সোনালী অতীত ক্লাব (সবুজ) ও খুলনা বয়রা সোনালী অতীত ক্লাব। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়।