কোটচাঁদপুর সংবাদদাতা
কোটচাঁদপুরে যৌন হয়রানির শিকার হয়েছে ৪ বছরের শিশু কন্যা। এমন অভিযোগে ওই কন্যার পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত মুনতাজ আলীকে (৫০) আটক করেছেন থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই শিশুকে বাড়িতে না পেয়ে স্বজনরা খুজতে থাকেন। একপর্যায়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে অভিযুক্ত মুনতাজ আলীকে এবং শিশুটিকে দেখা যায়। এ সময় স্বজনদের চিৎকারে পালিয়ে যায় অভিযুক্ত মুনতাজ। পরে শিশুকে উদ্ধার করে বাড়িতে আনার পর ঘটনা জানতে পেরে শিশুটির পিতা বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুনতাজ আলীকে আটক করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।