খুলনা সংবাদদাতা
খুলনার দিঘলিয়া উপজেলা এলাকায় খেয়াঘাটের দখলদারিত্ব নিয়ে প্রতিপক্ষের ওপর হামলায় দুজন রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লাকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার জনৈক শেখ আলী আকবর বিআইডব্লিউটি-এর দাখিলকৃত রিট পিটিশনে রায়ে দিঘলিয়া উপজেলার নগরঘাট খেয়াঘাট ইজারাপ্রাপ্ত হন। যার আলোকে ইজারাদার শেখ আলী আকবর খেয়াঘাটের কার্যক্রম পরিচালনা করেন। এতে স্থানীয় একটি প্রতিপক্ষ গভীর ষড়যন্ত্র করতে থাকে।
সে লক্ষ্যে ইজারাদার শেখ আলী আকবর গত ১ জানুয়ারি দিঘলিয়া নৌবাহিনীর কাছে বিষয়টি অবগত করতে দিঘলিয়া ফেরিঘাটে পৌঁছালে দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান মিন্টুর নেতৃত্ব একটি প্রভাবশালী সংঘবদ্ধ দল লাঠিসোঁটা ও ধারালো দেশী অস্ত্র নিয়ে আকবরের ওপর হামলা চালায়। হামলায় আকবর হোসেন ও তার এক সহকর্মী গুরুতর রক্তাক্ত জখম হন। পরে ইজারাদার শেখ আলী আকবরের ভাই মো. আনছার শেখ বাদী হয়ে মামলাটি করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. টোকনুজ্জামান বলেন, মামলাটি দিঘলিয়া থানায় রেকর্ড হয়েছে। কিন্তু ঘটনাটি যেহেতু ভৈরব নদে ঘটেছে, সেহেতু এটি নৌ-পুলিশ তদন্ত করবে। এজন্য নৌ-পুলিশের কাছেই তদন্তের জন্য পাঠানো হয়েছে।
শিরোনাম:
- নিরঞ্জনের মধ্য দিয়ে পাইকগাছায় দুর্গোৎসব সম্পন্ন
- সুন্দরবনে ডাকাত দলের আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ ৪ জেলে উদ্ধার
- শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্পের সেই জমিদার বাড়ি ধ্বংসের পথে
- রামনগরে এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ
- সীমান্ত ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে
- Kent Casino Официальный Сайт Кент Казино Регистрация со Бонусом, Зеркало Сайта
- ঘাস কেটে বাড়ি ফেরার পথে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন
- ঢাকুরিয়া জামাই মেলায় মাছ কেনার প্রতিযোগিতা, দিনে কোটি টাকার মাছ বিক্রি!