মাগুরা সংবাদদাতা
‘বন্ধু আজকে কিছু না দেখি, আজকে শুধু তোকে দেখি’ এ শ্লোগান নিয়ে মাগুরায় এসএসসি ১৯৯১ ব্যাচের বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সরকারি কলেজ প্রাঙ্গনে এ ব্যাচের শিক্ষার্থীরা মিলিত হয় আড্ডা ও স্মৃতিচারণে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীরা সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে এসএসসি ১৯৯১ ব্যাচের বন্ধু মিলনমেলায় র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মিলনমেলার আয়োজক মন্জরুল ইসলাম মুরাদ বলেন, দীর্ঘদিন পর আমরা মাগুরা জেলার ১৯৯১ ব্যাচের বন্ধুরা মিলিত হলাম। এ এক নতুন আনন্দ। এ আয়োজনে আমাদের অনেক বন্ধু দূর-দূরান্ত থেকে এসেছে। আবার অনেক বন্ধু না আসায় আমাদের মনও খারাপ। দিনব্যাপি এ অনুষ্ঠানে বন্ধুদের মিলিত আড্ডা, স্কুল জীবনের স্মৃতিচারণ, র্যাফেল ড্র ও সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।