কেশবপুর পৌর প্রতিনিধি
যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে কারাতে বা মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের আত্মরক্ষার জন্য ওই কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দের সভাপতিত্বে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করেন, কারাতে প্রশিক্ষক মঞ্জুরুল হোসেন ডবলু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী, প্রভাষক তাপস কুমার কুন্ডু, চিত্রশিল্পী মলয় বিশ্বাস, চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক শ্রাবন্তী রায় ও মৌসুমী মজুমদার। উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণ করে।