বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের রামনগর বিহারী ক্যাম্প এলাকায় জমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ১১ জানুয়ারি মামলাটি করেন ভুক্তভোগী তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম মামলায় বলেন, সদর উপজেলার রামনগর মৌজায় ১৪ শতক জমি কিনে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু গত ৯ জানুয়ারি রাতে রামনগর বিহারী ক্যাম্প এলাকার রওশন আলী, শাহীন ও সাইদসহ ৫/৬জন মিস্ত্রী-লেবার দিয়ে পাঁকা স্থাপনা (চৌবাচ্চা) নির্মাণ করেছে। এ সময় রওশন আলী, শাহীন ও সাইদকে বাঁধা ও নিষেধ করা হলে তারা আমাকে মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে দেশীয় অস্ত্র¿ প্রদর্শন করে এবং ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে। তারা যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটাতে পারে।
ঘটনার সাক্ষী শেখ শরীফ বাবলু ও সাজিদ বলেন, তাদের তিন ভাইসহ আর ৫/৬জন জমি দখল করে পাকা চৌবাচ্চা নির্মাণ করে। রাতে মিস্ত্রী নিয়ে যেয়ে এ কাজ করেন তারা। জানতে শাহীন ও সাইদকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
যশোর কোতোয়ালী থানার এসআই (মামলার তদন্ত কর্মকর্তা) আব্দুর রাজ্জাক বলেন, জমি দখলের বিষয় নিয়ে তদন্ত চলছে। জড়িতদের আইনে আওতায় নিয়ে আসা হবে।
শিরোনাম:
- যশোরে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা
- বোমা হামলার প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দর ব্যবসায়ীদের ধর্মঘট ও মানববন্ধন
- বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর জায়গা নেই : অমিত
- যশোরে পৃথক দু’টি নারী সমাবেশ অনুষ্ঠিত
- ঝিকরগাছায় ট্রেন চাপায় প্রাণ গেল প্রতিবন্ধির
- বৃক্ষরোপণে স্মরণ যশোরের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের
- ঝিকরগাছায় আ.লীগের সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার দুই
- যশোরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিস্কার