বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বিকালে ২২তম দ্বি-বার্ষিক সম্মেলনের শেষ দিনে সাংগঠনিক অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুকে সভাপতি ও সাজ্জাদুর রহমান খান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা সোহরাব উদ্দিন। পরে তিনি নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।
কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন-সহ সভাপতি খন্দকার রজিবুল ইসলাম টিলন, আব্দুল আফফান ভিক্টর, কাজী বর্ণ উত্তম, শেখর দেবনাথ, জন দিলিপ দাস, হুমায়ন কবীর হুমা, শেখ মাসুদ পারভেজ মিঠু, সহসাধারণ সম্পাদক আলমগীর কবীর, আসিফ আকবর নিপপন, কাজী শাহেদ নওয়াজ। কোষাধ্যক্ষ ফারুক আহমেদ সিদ্দিকী চন্দন। সম্পাদক মন্ডলীর সদস্য, সাজেদুর রহমান অপু, রাজীব উদ্দিন খান, সুব্রত দাস, রিয়াদুর রহমান, কামরুল নাহার কনা, সুকান্ত দাস, উম্মে মাকসুদা মাসু। সদস্য- তন্দ্রা ভট্টাচার্য্য, সোমেশ মুখার্জী, ইকরামুল কবির ইল্টু, প্রকাশ দত্ত, প্রণব ধর, শুভঙ্কর গুপ্ত, শাহজাহান আলমগীর, শীতল মিত্র, কেএম শহিদুল্লাহ প্রিন্স, রাজীব রায় রাজু, শরিফুল আলম সোহাগ, সামসুন্নাহার সরদার, নরোত্তর দেবনাথ, অভিজিৎ মিত্র বাবু, সাকিবুর রহমান সাকিব, আবু জাফর বাচ্চু। জাতীয় পরিষদ সদস্য আসিফ আকবর নিপপন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে; থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ এ আহ্বানে শুরু হয় দুই দিনব্যাপি উদীচী যশোর জেলা সংসদের দ্বাবিংশ সম্মেলন। জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মশিউর রহমান। শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনে সাংগঠনিক অধিবেশনে সাধারণ সম্পদকের রিপোর্ট উপস্থাপন করেন সাজ্জাদুর রহমান খান বিপ্লব। সম্পাদকের রিপোর্টের উপর পর্যালোচনা, সাংগঠনিক ও সাধারণ প্রস্তাব উত্থাপন শেষে দুপুরে সম্মেলন মুলতবি ঘোষণা করা হয়। পরে বিকেলে সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট আগামী নেতৃত্ব গঠন করা হয়।