বাংলারা ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।
নেফ্রোলজিস্ট ডা. ওবায়দুল কাদির উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন, ডা. এএইচএম আবু হাসান লাল্টু এবং ডা. এএসএম মেজবাউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তার আদর্শ এবং দূরদর্শী নেতৃত্ব আজও আমাদের জাতীয় উন্নয়নের প্রেরণা জোগায়। জিয়াউর রহমান ছিলেন এমন একজন নেতা, যার নেতৃত্ব আমাদের একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায়। তার আদর্শ অনুসরণ করেই আমরা এগিয়ে যাব। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে এবং প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে। অনুষ্ঠানে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব