বাংলারা ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।
নেফ্রোলজিস্ট ডা. ওবায়দুল কাদির উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন, ডা. এএইচএম আবু হাসান লাল্টু এবং ডা. এএসএম মেজবাউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তার আদর্শ এবং দূরদর্শী নেতৃত্ব আজও আমাদের জাতীয় উন্নয়নের প্রেরণা জোগায়। জিয়াউর রহমান ছিলেন এমন একজন নেতা, যার নেতৃত্ব আমাদের একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায়। তার আদর্শ অনুসরণ করেই আমরা এগিয়ে যাব। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে এবং প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে। অনুষ্ঠানে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
- শার্শা বিএনপির দুই নেতা বহিস্কার
- যশোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সরবরাহ নেই কলেরা স্যালাইনের
- ক্রীড়া সংগঠক শহীদ আহমেদ স্মরণে দোয়া
- ফেরোমন ইণ্ডাস্ট্রিজের মাঠ দিবস
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- রহিমার প্রেমের টানে নিভৃতপল্লীর বাসিন্দা আমেরিকার মার্ক হোগল
- শার্শায় সংখ্যালঘুর বসতভিটা দখলে মরিয়া দুই নেতা!
- খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল