বাংলার ভোর প্রতিবেদক
শহীদ কমরেড সিরাজ সিকদারের গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে প্রেস ক্লাবের সামনে যশোরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন হয়।
বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জেলা সংগঠক সুমাইয়া শিকদার ইলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রনেতা সামিউল আজিম, ইব্রাহিম খলিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সমন্বয়ক খবির শিকদার, শামিম হোসেন প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, শহীদ সিরাজ শিকদার ’৭১ এর মুক্তিযুদ্ধে পাক সামরিক বাহিনী, সকল সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে আত্মনির্ভরশীলভাবে সশস্ত্র লড়াই-সংগ্রাম করেছেন। যারা সিরাজ সিকদারের গ্রাফিতি মোছার ধৃষ্টতা দেখিয়েছে তারা আওয়ামী ফ্যাসিবাদেরই দোসর বা নব উদ্ভূত ভিন্ন গোত্রের ফ্যাসিবাদেরই ধারক এবং বাহক। শহিদ কমরেড সিরাজ সিকদার বিপ্লবী আন্দোলনের নেতা। এদেশের শ্রমিক-কৃষক-আদিবাসী-নারীসহ নিপীড়িত জনগণের প্রকৃত মুক্তির লক্ষ্যে বিপ্লবী সংগ্রামের পথ দেখিয়েছিলেন। এ কারণেই তৎকালীন বাকশালি মুজিব সরকার তাঁকে গ্রেফতার করে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করে। এই গ্রাফিতি মোছার ন্যক্কারজনক ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিশ্বের বিপ্লবী, প্রগতিশীল, গণতান্ত্রিক সংগঠন, শক্তি, ব্যক্তিদের এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসাথে এই কাজে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিরোনাম:
- চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা জমেছে উৎসবের জনপদ কপোতাক্ষ পাড়ের হাজরাখানা গ্রাম
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক