মাগুরা সংবাদদাতা
মাগুরায় রাস্তা থেকে জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুমনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে জেলা সদরের জাগলা চারা বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রুমন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুণ্ডী গোয়ালবাড়ি এলাকার বাসিন্দা হলেও শহরের পারলা এলাকায় বসবাস করতেন।
রুমন মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের তিন বারের লাইন সম্পাদক ও মাগুরা জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই মিলন বলেন, রুমন রাতে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী আনা নেয়া করতেন। রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর ভোররাতে জানতে পারি চারা বটতলা এলাকায় তার মরদেহ পড়ে আছে। জাগলা এলাকায় একটি জুয়ার আসর বসত। সেই জুয়াড়িদেরকে অনেক সময় যাত্রী হিসেবে আনা নেয়া করতেন রুমন। তারা কিছু ঘটিয়েছে কিনা সেই বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। কেননা তার মৃতদেহের বেশ খানিকটা দূরে তার হাতের গ্লাভস পড়েছিল। প্রশাসন এ মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করবে আমরা এমনটা আশা করছি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবার জানিয়েছে এর আগেও সে স্ট্রোক করে এভাবে রাস্তায় পড়ে থেকেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।
শিরোনাম:
- যশোরে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিস্কার
- খুলনায় ‘হাতে বানানো মদ’ খেয়ে ৫ জনের মৃত্যু
- ‘ভোট ডাকাতির মাধ্যমে দেশের সম্পদ লোপাট করেছে ফ্যাসিস্টরা’
- যশোরে ৮ দিনব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন
- ঝিকরগাছায় জলাবদ্ধ এলাকায় তারেক রহমানের পক্ষে ত্রাণ দিলেন মিজান খান
- যবিপ্রবিতে গবেষণা ও বাস্তবচর্চা বিকাশে জাতীয় ফার্মাসিউটিক্যাল সম্মেলন অনুষ্ঠিত
- নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল