বাংলার ভোর প্রতিবেদক
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে যশোর সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। তারুণ্য উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ পিঠা উৎসব, টি-২০ ক্রিকেট হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন মোল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
পিঠা উৎসবে ১৪ টি স্টলে কলেজের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পদের পিঠা স্থান পায়। যার মধ্যে ছিল পাকান পিঠা, চমচম পিঠা, দুধ পুলি, ঝিনুক পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, পাটি সাপটা, পাস্তা পিঠা, ঝাল পুলি, সবজি পুলি, কলার পিঠা, ডালিম পিঠা, লবঙ্গ পিঠা, ফুল পিঠা প্রভৃতি। এছাড়া টি-২০ ক্রিকেট খেলায় ১৪ টি দল অংশগ্রহণ করে। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শেষ হয়।