মাগুরা সংবাদদাতা
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসবে মাগুরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা স্টেডিয়ামে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল রহমান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, মাগুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইলিয়াসুর রহমান, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মঞ্জু ও জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী খেলায় বালিকা গ্রুপে মাগুরা সদর ৫-০ গোলে শালিখাকে হারিয়ে জয়ী হয়। ২য় খেলায় বালক গ্রুপে মাগুরা সদর ৬-১ গোলে শালিখা ফুটবল দলকে হারিয়ে জয়ী হয়। আজ বালিকা গ্রুপে ১ম খেলায় মহম্মদপুর উপজেলা মুখোমুখি হবে শ্রীপুর দলের। ২য় খেলায় বালক গ্রুপে মহম্মদপুর দল মুখোমুখি হবে শ্রীপুর দলের। জেলা পর্যায়ের ৮টি ফুটবল দল অংশ নিচ্ছে। আগামী বৃহস্পতিবার টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ।
শিরোনাম:
- আন্দোলন এখনো শেষ হয়নি : অধ্যাপক নার্গিস বেগম
- নতুন স্বাধীন দেশে চাঁদাবাজ দখলবাজের জায়গা হবে না : অধ্যাপক গোলাম রসূল
- যশোরে প্রয়াত দুই যুবদল নেতার মাগফেরাত কামনায় দোয়া
- যশোরে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
- চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদত্যাগ
- যশোরে দ্বিতীয় বিয়ের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
- যশোর সিটি কলেজে কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী সম্পন্ন
- নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোর উত্তাল