বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া মিছিলটি শহীদ আসাদ গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মী ভাগ্নে সাগর ও তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। স্লোগানে তারা জানান, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠাই হবে শিক্ষার্থীদের অঙ্গীকার।
সোমবার রাতে এমএম কলেজের শহীদ আসাদ হল এলাকায় দুইজন বহিরাগত প্রকাশ্যে ধূমপান করছিল। হলের শিক্ষার্থীরা তাদের নিষেধ করলে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে খড়কী এলাকার ভাগ্নে সাগর তার অনুসারী ৪০-৫০ জন নিয়ে আসাদ হলের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমাবেশে শিক্ষার্থীরা ভাগ্নে সাগরসহ সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়।
বক্তারা বলেন, কোনো ক্যাম্পাসে সন্ত্রাস ও অপরাজনীতির স্থান হবে না। ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব ও মাদকমুক্ত। ফ্যাসিস্ট সরকারের মেধাশূন্য রাজনীতি ছাত্র রাজনীতি ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে।
মিছিলে অংশগ্রহণ করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ডা. খন্দোকার এহসানুল কবির, জাতীয়তাবাদী ছাত্রদল এমএম কলেজ শাখার আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ।
শিক্ষার্থীরা জানান, তারা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চায় এবং এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের তৎপরতা এখন সময়ের দাবি।