চৌগাছা সংবাদদাতা
চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বুধবার উপজেলার ছাহবা মসজিদে ওয়ার্ড ও ইউনিট সভাপতিদের নিয়ে এক দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমির মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চৌগাছা-ঝিকরগাছা উপজেলার জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, মাস্টার কামাল আহমেদ, মাস্টার এমদাদুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন খান, থানা জামায়াতের সাবেক সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, মাওলানা আব্দুল খালেক, কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতির কল্যাণ কমনা করে দোয়া ও মোনাজাত করা হয়।।