ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছার গদখালীতে কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত মাসরুন বীন মোর্শেদ (৩৬), নড়াইল জেলার তুষার রোড, মহিষা খোলা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা গদখালী মঠবাড়ি কালীমন্দিরের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-২৪৫৭২৮) গদখালী কালীমন্দির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (নড়াইল-ল ১১-৫২৮২) মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোর্শেদ মৃত্যু বরণ করেন।
দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর এক যাত্রী নয়ন (৩৫) কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার বাড়ি নড়াইল জেলার নয়াদড়গাহপুর গ্রামে।
নিহত মোর্শেদ রাকিব টেলিকম কোম্পানির যশোর জেলার একজন বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।
নাভারন হাইওয়ে পুলিশের এসআই আজিজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এরপর লাশ হাইওয়ে থানায় নিয়ে যান।
ঝিকরগাছা নাভারন হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ মো. রোকনুজ্জামান বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, নড়াইল থেকে তারা রওনা দিয়েছেন ঝিকরগাছায় পৌঁছানোর পর সিদ্ধান্ত হবে।