কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জের বাঁশতলা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে এ মতবিনিময় সভায় বণিক সমিতির সভাপতি জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
ব্যবসায়ী আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বাজারের এক ব্যবসায়ী অনেকের পাওনা টাকা না দিয়ে সম্পদ-সম্পত্তি বিক্রি করে পালিয়ে যেতে চাইলে জেলা জামায়াত সেক্রেটারির আন্তরিক প্রচেষ্টায় ব্যবসায়ীরা প্রাপ্য টাকা ফিরে পাওয়ায় ব্যবসায়ীরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি সকল প্রকার চাঁদাবাজ দুর্নীতিবাজদের সতর্ক করে সাম্য মানবিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি দল মত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি নাগরিক অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থেকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার ওলামা বিভাগের আমির মাওলানা আব্দুল মোমেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রওশান আলী, বণিক সমিতির সেক্রেটারি রজব আলী বাবু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন, বণিক সমিতির ক্রিড়া সম্পাদক আমিরুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক আ. সালাম, ব্যবসায়ী হাফিজুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আ. খালেক গাজী প্রমুখ।
শিরোনাম:
- চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল
- সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপি মধুমেলা উদ্বোধন আজ
- শিল্পী এসএম সুলতান জন্মশতবর্ষ উৎসব গ্রাফিতি উন্মোচন ও শিল্পকর্ম প্রদর্শনী আজ
- বাড়তি শুল্ককর আরোপ বেনাপোল বন্দরে কমেছে ফল আমদানি
- দুই মামলায় জামিন পেলেন যশোর জেলা আ.লীগ সভাপতি মিলন
- বেনাপোল সীমান্ত ১৫ বছরে ৪১ বাংলাদেশি হত্যা করেছে বিএসএফ!
- মাঘের দ্বিতীয় সপ্তাহে বেড়েছে শীত
- যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ সমাবেশ