ঝিকরগাছা সংবাদদাতা
‘জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব মেছো বিড়াল দিবস’ উপলক্ষে ঝিকরগাছার পানিসারায় বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার যশোর সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলার হাড়িয়া নিমতলা ‘ইট অর মিট’ ক্যাফে প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে হাড়িয়া ফুল মোড়ে সমাপ্ত হয়।
এখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বন সংরক্ষণ সামাজিক বন অঞ্চল যশোর সার্কেল প্রধান এএসএম জহির উদ্দীন আকন।
বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা গিয়াস উদ্দীন, সাতক্ষীরা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা প্রিয়াংকা হালদার।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর সদরের সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, ঝিনাইদহ সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, মাগুরা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন্দ্রনাথ সরকার, শার্শা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান, সাতক্ষীরা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ, নড়াইল সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশিদসহ বন বিভাগের বিভিন্ন অঞ্চলের ১৮টি সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
শিরোনাম:
- যশোরে এবি পার্টির খুলনা বিভাগীয় মতবিনিময় অনুষ্ঠিত
- ব্রাদার টিটোস হোমে উৎসব জুড়ে রকমারি পিঠের বাহারি শিল্পকর্ম
- যশোরে চার শ’ হতদরিদ্র মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ ইকো’র
- যশোরে নৈশ প্রহরীকে বেঁধে ইজিবাইক শোরুমে ডাকাতি:২৫ লাখ টাকার মালামাল লুট
- জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে যশোরে শিবিরের গণমিছিল ও বিক্ষোভ
- অর্থনীতিতে লুটেরা পুজিঁ ও ক্রমবর্ধমান সংকট- সমাধান কোন পথে শীর্ষক সেমিনার
- যশোর সাংবাদিক ইউনিয়ন বকুল সভাপতি ও মিলন সম্পাদক নির্বাচিত
- ঝিকরগাছায় ‘বিশ্ব মেছো বিড়াল দিবস’ উপলক্ষে র্যালি