বাংলার ভোর প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী এনামুল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি যশোরের চাঞ্চল্যকর মফিজ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এনামুল যশোর সদর উপজেলার চানপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম।
কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে জরুরি ভিত্তিতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসার জন্য তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা ১১ টা ২০ মিনিটের সময় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে দাবি করা হয়।
এদিকে, আদালত ও থানা সূত্র জানায় ২০১১ সালের ২২ জুন রাত সাড়ে ১১টার দিকে মফিজুর রহমান তার হেলপার নয়নকে নিয়ে পুরাতন কেন্দ্রীয় বাসস্ট্যান্ড (মণিহার মোড়) থেকে হামিদপুর গ্রামে বাড়ির পথে ফিরছিলেন। পথিমধ্যে হামিদপুরে তার হেলপার নয়নকে নামিয়ে দিয়ে তিনি বাড়ির দিকে চলে যান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।
২৪ জুন সকালে হামিদপুর গ্রামের ময়লাখানার পাশের একটি পুকুর থেকে মফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়। পরবর্তিতে এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় গত বছরের ২০ মে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন পাঁচ আসামির ফাঁসির আদেশ দেন। এ মামলার ফাঁসির দণ্ডপ্রপাপ্ত অন্য আসামিরা হলেন, যশোর সদর উপজেলার হামিদপুর বিশ্বাসপাড়ার মকছেদ আলী বিশ্বাসের ছেলে ইকতিয়ার বিশ্বাস, মান্দারতলা গ্রামের বাসিন্দা ও মণিরামপুর উপজেলার লক্ষনপুর গ্রামের মৃত হাছিম সরদারের ছেলে খোরশেদ আলম , হামিদপুর দক্ষিণপাড়ার জালাল উদ্দিনের ছেলে কাজল ও যশোর সদর উপজেলার ধানঘাটা গ্রামের বলরামঘোষের ছেলে গোপাল ঘোষ। অনুষ্ঠিকতা শেষে লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম:
- গণতন্ত্রে যারা বিশ্বাস করে না, তারাই নির্বাচন নিয়ে আপত্তিকর কথা বলে : অমিত
- জামায়াত যেনো তেনো মার্কা নির্বাচন চায় না : অধ্যাপক গোলাম রসুল
- অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সকলস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে : সিনিয়র সচিব নাসিমুল গনি
- রাজপথে নামাতে বাধ্য করবেন না : আখতার হোসেন
- ভারত ও লন্ডনে বসে আ. লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ
- বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না: নাহিদ
- ‘লক্ষ লক্ষ মানুষ আমাদের দেখায়েন না’
- খুলনায় বাড়ির সামনে গুলি করে ও রগ কেটে যুবদল নেতা হত্যা