শ্যামনগর সংবাদদাতা
শ্যামনগরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত ১০ ফেব্রুয়ারি সকাল ৯ টায় উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোদাড়া গ্রামে। আহতরা ৯৯৯ নম্বরে ফোন দিলে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জমির মালিক কামরুল শেখ জানান, কাশিমাড়ি মৌজায় ৫০ শতক জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। ঘটনার দিন সকাল সকাল ৯ টায় একই এলাকার ইছাক বিশ্বাসের নেতৃত্বে বহিরাগত ৪০/৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে মৎস্য ঘেরে লুটপাট শুরু করে। এ সময় তার ভাই শহিদুল ইসলাম বাধা দিলে তাকে বেধড়ক মারপিট করে ও কুপিয়ে জখম করে। এ সময় উম্মে হানি (২৫) ও হোসাইন হাসান (১৭) গুরুতর আহত হয়। বর্তমান তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় কামরুল শেখ বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছে। এ ঘটনায় প্রতিপক্ষ ইছাক বিশ্বাস জানান, উক্ত জমিতে আমরা মৎস্য ঘের করে শান্তিপূর্ণ দখলে ছিলাম। হঠাৎ সকালে কামরুল শেখের লোকজন ঘেরের রাস্তা কাটার সময় আমরা বাধা দিলে মারামারির ঘটনা ঘটে। এ সময় আমাদের একজন আহত হয়। বর্তমান শ্যামনগরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্লা হুমায়ুন কবির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- Kent Casino Официальный Сайт Кент Казино Регистрация со Бонусом, Зеркало Сайта
- ঘাস কেটে বাড়ি ফেরার পথে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন
- ঢাকুরিয়া জামাই মেলায় মাছ কেনার প্রতিযোগিতা, দিনে কোটি টাকার মাছ বিক্রি!
- তেল কম দেয়ার অভিযোগ : বাগআঁচড়া কিবরিয়া পাম্পে বন্ধের দাবিতে মানববন্ধন
- হাসিনার আমলে সাংবাদিকতা জাদুঘরে পাঠানো হয়েছিল : আয়ুব ভূইয়া
- ফ্যাসিবাদীদের দেশ ত্যাগে সাহায্যকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- শ্যামনগর কাশিমাড়ী বিএনপির সম্মেলন স্থগিত দাবিতে মানববন্ধন
- পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের প্রতি বৈষম্যমূলক আইন প্রত্যাহার দাবিতে মানববন্ধন