বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আদালতের আদেশ অমান্য করায় যশোর সদরের লেবুতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনকে আবারও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সরওয়ার হোসেন। এর আগে চেয়ারম্যান মিলনকে একই আদালত তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় কারাদণ্ড দিয়েছিল।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ অক্টোবর সদরের কোদালিয়া গ্রামের সুমি খাতুন তার স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে সদর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেন। আসামি মেহেদী হাসান বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর গ্রামের বাসিন্দা। সদর আমলী আদালতের তৎকালীন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে।
এর মধ্যে মামলার ৮টি ধার্য্য দিন পার হয়ে গেলেও চেয়ারম্যান আদালতে কোনো প্রতিবেদন দাখিল করেননি। এমনকি এ বিষয়ে আদালতেও হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হলে তিনি আসেননি। সর্বশেষ বুধবার ছিলো মামলার ধার্য্য দিন। এদিন তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান আদালতে হাজির না হওয়ায় বিচারক এক আদেশে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।