বাংলার ভোর প্রতিবেদক
সনাক যশোরের নতুন কমিঠি গঠন হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধ্যক্ষ পাভেল চৌধুরী।
সহসভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার কনা, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে সনাক সদস্যরা ভোট প্রদানের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়। সনাকের এই নেতৃত্বের আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
এক বছর পর সনাক সদস্যদের মূল্যায়ন সাপেক্ষে পরর্বর্তী দুই বছর মেয়াদ চলমান থাকবে। বর্তমান সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল নতুন এবং ড. মুস্তাফিজুর রহমান নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।