বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অন্যতম নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটি যশোরের পক্ষ থেকে মহান ভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
এ লক্ষ্যে সরকারি এম.এম কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সোসাইটির ৫৪টি সংগঠনের নেতা, সদস্য, কর্মী-কর্মকর্তাবৃন্দ শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন।
জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া পদক প্রাপ্ত অর্চনা বিশ্বাসের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, সহকারী প্রোগ্রাম ম্যানেজার ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম, জয়তী ব্যবসা কেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুনসহ আরো অনেকে।