বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের শার্শার বাগআঁচড়ায় মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের সময় গুরুতর জখমের শিকার রোকনুজ্জামান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার স্ত্রী এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে।
নিহত রোকনের পরিবার জানান, ঘটনার দিন আহত রোকনকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ শুক্রবার বিকেলে তার শারীরিক অস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তি না নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শার্শা থানার সেকেণ্ড অফিসার উপ-পরিদর্শক উজ্জ্বল হোসেন মত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার সকালে রোকনের মরদেহ তার গ্রামের বাড়ি শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। পরে শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে মর্গে পাঠান।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বাগআঁচড়া গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার বকেয়া টাকা আদায় করে মোটরসাইকেলযোগে নাভারণ বাজার থেকে বাগআঁচড়ায় ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে গুরুতর জখম করে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
শিরোনাম:
- শিক্ষার্থীদের ভালো মানুষ ও ভালো সমাজ গড়তে কাজ করার আহবান ডিসির
- নির্বাচন বিলম্বিত হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে
- নিহত ১৯, আহত দেড় শতাধিক, অধিকাংশই শিশু
- যশোরে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান
- ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, অন্তত একজনের মৃত্যু
- মধ্যরাতে যশোরে ৯টি থানায় চালু হলো অনলাইন জিডি সেবা
- বোমা হামলার প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দর ব্যবসায়ীদের ধর্মঘট ও মানববন্ধন
- বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর জায়গা নেই : অমিত