বাংলার ভোর প্রতিবেদক
ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আয়োজিত চার দিনব্যাপি তৃতীয় ব্যাচের বেসিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। মঙ্গলবার শহরের আরবপুর বাঁচতে শেখার হলরুমে এই সমাপনী অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন এবং মেধা যাচাই পরীক্ষায় শীর্ষ পাঁচজনকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান।
প্রশিক্ষণ কার্যক্রমে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ২২ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। ডিস্ট্রিক্ট রিসোর্স টিমের সদস্যরা বিভিন্ন সেশন পরিচালনা করেন। যার মধ্যে ছিলেন, উপপরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর যশোর।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালতের আইন, বিধিমালা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে দক্ষ করে তোলা। প্রশিক্ষণ শেষে তারা গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা করবেন। বিচারপ্রার্থীদের আইন বিষয়ে কাউন্সেলিং ও মামলা গ্রহণ করবেন। আদালতের প্রতিটি আদেশনামা, ফরম ও রেজিস্ট্রার পূরণ ও সংরক্ষণ করবেন। মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত করবেন। গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।