বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেছেন, দলের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপরে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না। মানুষের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না। করলে তাদের দলে কোনো স্থান হবে না।
নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজকারী ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি সব সময় জনকল্যাণে কাজ করে যাচ্ছে। যেন তা বাধাগ্রস্থ না হয়।
১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মাকসুদুর রহমান লাভলু। উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ সভাপতি মামুনুর রশীদ বাচ্চু, যশোর নগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা তরফদার রয়েল, যশোর জেলা যুবদলের সহসভাপতি সাইদুর রহমান বিপুল, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শিরা, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীমুর রহমান শামীম, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।