বাংলার ভোর প্রতিবেদক
ঈদুল ফিতরে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রথম ও দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে সোমবার দুপুরে অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান বলেন, প্রতিবছরের ন্যায় ঈদগাহ ত্রিপল দিয়ে ঢাকা হবে। সেই সাথে নামাজ আদায় করার জন্য ফ্যান, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ঈদের প্রথম নামাজ পড়াবেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম মাওলানা ইয়াসির আরাফাত। দ্বিতীয় নামাজ পড়াবেন জজকোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি ইলিয়াস।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, ইসলামী ফাউণ্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াতে ইসলামীর জেলা আমীর গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, ইমাম পরিষদের সেক্রেটারি বেলায়েত হোসেন প্রমুখ।
##