মাগুরা সংবাদদাতা
মাগুরায় শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সোমবার বিকেলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপি আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে জেলা আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ঢাকা দক্ষিণ যুব দলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবীব কিশোর, অ্যাড.শাহেদ হাসান টগর, আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াসিকুল রহমান কল্লোল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও শিশু আছিয়ার মাতা আয়েশা আক্তার প্রমুখ। সভা শেষে শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা হাবিবুর রহমান।