বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পুলিশ সুপার রওনক জাহান, যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব, বর্তমান সচিব প্রফেসর মাহবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান, কলেজ পরিদর্শক তৌহিদুজ্জামান, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হোসেন ফারুক, শিক্ষাবোর্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান, এমএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, কলেজ ছাত্রদলের আহবায়ক হাসান ইমাম প্রমুখ। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর হামিদুল ইসলাম।