চৌগাছা সংবাদদাতা
চলমান অপারেশন ডেভিল হান্টের মাঝেও চৌগাছায় বেড়েছে হত্যা, চুরি ও ধর্ষণের মত ঘটনা। দেড় মাস পার হলেও উপজেলায় উল্লেখ করার মত কোনো ডেভিলকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি পতিত আওয়ামী সরকারের আমলে মিটিং-মিছিলে শোডাউনে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। এ অবস্থায় মানুষের মধ্যে অতঙ্ক বেড়েছে।
বিশেষাজ্ঞরা মনে করছেন, এ অবস্থায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কঠোর হওয়ার বিকল্প নেই। দলমত নির্বিশেষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা না গেলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা তাদের।
উপজেলায় সম্প্রতি ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ। ১৬ মার্চ শিশু ধর্ষণ চেষ্টার মামলা হয় থানায়। মামলার একমাত্র আসামিও আটক হয়নি। পুলিশের তৎপরতা না থাকায় উপজেলায় বেপরোয়া হয়ে উঠেছে চোর চক্রের সদস্যরা। ১৪ মার্চ রাতে উপজেলার সৈয়দপুর গ্রামের যুবলীগ নেতা আজগার আলী যুবদল কর্মী ইমরানকে গুলি করে আহত করে। এ ঘটনায় জনগণ পিস্তল উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়। কিন্তু অদৃশ্য কারণে আজগারকে আটক করেনি পুলিশ। এমনকি আজগারকে পালাতে সহযোগিতারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
উপজেলায় প্রতিনিয়ত চুরি, ধর্ষণ, হত্যা প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় নাগরিকদের মাঝে বাড়ছে আতঙ্ক। এমনকি কোথাও কোথাও অপরাধীদের গ্রেপ্তার অভিযানে উপজেলায় হামলা শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এমন প্রেক্ষাপটে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উপর থেকে আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।
জানা গেছে, ৫ আগস্টের পরে উপজেলা আওয়ামী লীগের দুই একজন শীর্ষ নেতা গা ঢাকা দিলেও বেশির ভাগ নেতারা দাবিয়ে বেড়াচ্ছে মাঠে ময়দানে। ওয়ার্ড, ইউনিয়ন থেকে উপজেলা প্রশাসনের সকল দপ্তর নেপথ্যে এখনো নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের নেতারা।
৩ জানুয়ারি রাতে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে নিজেদের অবস্থান জানান দিতে গভীর রাতে বোমা বিস্ফোরণ ঘটনায় আওয়ামী সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতংকের সৃষ্টি হয়। এলাকাবাসী জানান, চৌগাছার জাহাঙ্গীরপুর গ্রামের টিটোন হোসেন (৩০), আব্দুল হোসেন (৩২), মনি হাসান (২৮) এবং একই পিন্টু রহমান (৪০) নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে। এ নিয়ে বিকেলে হাফিজুর রহমান নামের এক জনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীদের অন্য একটি গ্রুপের সদস্যরা। এ নিয়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে নিজেদের অবস্থান জানান দেয়ার জন্য রাতে এলাকায় দফায় দফায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
একাধিক মাদক মামলার আসামি উপজেলার ভারত সীমান্তবর্তী দৌলতপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম ওরফে খোকন (৪০) ৪ অক্টোবর রাতে মাদক ব্যবসায়ের আধিপত্যকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হন। খোকন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০৫ নং ওয়ার্ডে চিকৎসাধীন রয়েছেন।
অপরাধ প্রবণতা আগের থেকে বেড়েছে স্বীকার করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অপরাধ দমনে আইনি তৎপরতা আগের চেয়ে জোরদার করা হয়েছে।
তিনি বলেন, প্রতিদিন উপজেলার কোনো না কোনো অপরাধ প্রবণ এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। সন্ত্রাস দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ওসি আনোয়ার।