বাংলার ভোর প্রতিবেদক
ঈদকে সামনে রেখে যশোর মুজিব সড়কের ফুটপাতে জমে উঠেছে কেনাবেচা। স্বল্প আয়ের মানুষের জন্য এখানে টি-শার্ট, শার্ট, পাজামা ও বাচ্চাদের নতুন পোশাকসহ নানা পণ্য বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে। মাত্র ৩০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই সব পোশাক। যা সাধারণ ক্রেতাদের বেশ আকর্ষণ করছে।
বৃহস্পতিবার ফুটপাতের এই দোকানগুলো ঘুরে দেখা গেছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বাড়তে শুরু করছে ক্রেতাদের ভিড়। পরিবারের জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষেরা। শহর ও শহরতলী থেকে আসা ক্রেতাদের আনাগোনা বেশি ফুটপাতের এই দোকানগুলোতে। ফুটপাতের অস্থায়ী দোকান জনপ্রিয় পোশাকের মধ্যে রয়েছে পুরুষের ১৫০ টাকা মূল্যের টি শার্ট। এছাড়া বাচ্চাদের পোশাকের মধ্যে ৩০ টাকার প্যান্ট ও ৬০ টাকার জামা বিক্রি হচ্ছে বেশি।
বিক্রেতারা জানাচ্ছেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তারা কম দামে পোশাক বিক্রি করছেন। ক্রেতাদের আগ্রহেও তারা বেশ সন্তুষ্ট।
স্থানীয় বিক্রেতা শাহীন রেজা বলেন, ঈদের সময় ফুটপাতে বিক্রি অনেক বেড়ে যায়। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত কেনাবেচা চলে। এবার বেচাকেনা ভালো হচ্ছে। আশা করছি শেষ মুহূর্তেও ভিড় বাড়বে।
ক্রেতা সোহেল রানা বলেন, বড় দোকানে গেলে দাম অনেক বেশি। এখানে তুলনামূলক কম দামে ভালো পোশাক পাওয়া যাচ্ছে। তাই ফুটপাতের বাজার থেকেই কেনাকাটা করছি।
ঈদকে কেন্দ্র করে জমজমাট এই বাজার আগামী কয়েক দিন আরও সরগরম থাকবে বলে আশা করছেন বিক্রেতারা। শহরে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন।