বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেছেন, বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরতে হবে। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে এবং রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন বিএনপি। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সুসংগঠিত। নেতা কর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার সকালে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির পৃথক পৃথক জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সহসাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী আজগর হোসেন, সদর উপজেলার সদস্য আব্দুল মজিদ লস্কর, জেসমিন নাহার বর্ষা, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদ আলম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান লিটন সিনিয়র সহসভাপতি আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম বিএনপি নেতা রেজাউল হক, হাসান আলী, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আনিস ২ নং ওয়ার্ড সভাপতি ওয়াদুদ আলী সম্পাদক পলাশ ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রিয়াজ যুব নেতা আহাদ আলী জনী,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুজ্জামান মুন্না সদস্য সচিব বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক আ. মতিন। সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড সভাপতি মারুফ হোসেন।
##