বাংলার ভোর প্রতিবেদক
বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে যশোর জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেল প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, ‘আমরা দেখছি পরাজিত শক্তি চারপাশ থেকে মাথাচাড়া দিয়ে উঠছে। যারা এতোদিন লুকিয়ে ছিলো, তারা গর্ত থেকে মাথাচাড়া দিয়ে বের হচ্ছে। শত্রুরা নানা প্যাঁচে ফেলে আগামী নির্বাচনকে বিলম্বিত করতে চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কাঁদাছুড়াছুড়ি করাতে ব্যস্ত। এই কাঁদা ছোড়াছুড়ি করলে আমাদের অবদান মাঝপথে থেমে যাবে। আমাদের রক্তদান, আমাদের আত্মত্যাগ, আমাদের কান্না সবকিছুই বৃথা প্রমাণিত হবে। আমাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। তাই প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার দ্রুত নির্বাচন দিবে বলে আমরা মনে করছি।’
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. আব্দুল মজিদ, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।
 
		 
