বাংলার ভোর প্রতিবেদক
জুলাই-আগস্ট-২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে যশোরের দুই শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকালে যশোর শহরের মুজিব সড়কস্থ নিহত শায়েন্ত মেহতাপ প্রিয় ও কারবালা বামনপাড়া রোহান ইসলামের বাড়িতে গিয়ে স্বজনদের কাছে ঈদ সামগ্রি তুলে দেন নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তার কার্ডও প্রদান করেন। তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে নিহতের পরিবাররা আবেগআপ্লুত হয়ে পড়েন। এ সময় যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জিয়া ফাউণ্ডেশনের যশোর-নড়াইলের সমন্বয়ক ডা. আলাউদ্দীন আল মামুন, ডা. শরিফুল ইসলাম খানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না। তাদের এই আত্মত্যাগের কোন প্রতিদান হয় না। সে কারণে বিভিন্ন উপলক্ষে আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সাথে স্মরণ করি। এ সময় নিহতের পরিবারের পাশে সবসময় বিএনপি নেতাকর্মীরা থাকবে এমন প্রতিশ্রুতিও দেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, জুলাই বিপ্লবে শহীদ যশোরের ২৬ জন আর নড়াইলে ৩ জনসহ ২৯ জনের স্বজনদের জন্য ঈদ উপহার সামগ্রি পাঠিয়েছেন তারেক রহমান। শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ নিহতের পরিবারের সদস্যকে কাছে পৌচ্ছে দেয়া হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যেই সব উপহার পৌঁছে দেয়া হবে।