বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক মুহাম্মদ কামরুজ্জামান, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন প্রভাষক আশরাফুল ইসলাম। শুক্রবার জেলা কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা সম্মেলনে এ কমিটি নির্বাচন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম মিয়া, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অ্যাডভোকেট নূর ইসলাম নূরুল।
মাস্টার মোহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উপস্থিত ছিলেন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, অর্থ সম্পাদক আখতারুজ্জামান তাজু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম প্রমুখ।