নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ¥ীপাশা বাজারে এক শ্রমিকনেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
জানা গেছে রোববার বিকেলে স্থানীয় বাজারের সবজির দোকানে আলুর দাম নিয়ে বাগবিতণ্ডার জেরে ওই শ্রমিকনেতাকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত শ্রমিকে নতার উপজেলার মহিষাপাড়া গ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল-মামুন (৫০)। তিনি নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।
এ ঘটনায় অভিযুক্ত সবজি দোকানি একই উপজেলার গোপীনাথপুর গ্রামের ইদ্রিস মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে চারটার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাজারে তরিতরকারি কিনতে যান মামুন। এ সময় সবজি বিক্রেতা ইদ্রিসের দোকানে গেলে তার সঙ্গে আলুর দাম নিয়ে কথা কাটাকাটি হয় মামুনের। একপর্যায়ে দোকানি ইদ্রিস ক্ষিপ্ত হয়ে মামুনকে বেধড়ক পেটান। এতে মাটিতে লুটিয়ে পড়েন মামুন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও কিছু সময়ের মধ্যে পুলিশ ইদ্রিসকে আটক করতে সক্ষম হয়।
অন্যদিকে, মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইদ্রিসের সবজির দোকানটি ভাঙচুর করেগুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, আলু কেনা নিয়ে তর্কবিতর্কের সময় মামুনকে আঘাত করেন দোকানি ইদ্রিস। পরে হাসপাতালে নিয়ে গেলে মামুনের মৃত্যু হয়। ইতিমধ্যে ওই দোকানদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।