বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার বিকেলে যশোর শহরের একটি রেস্টুরেন্টে দোয়া মাহফিল ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত।
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক জাগপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শুকুর আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপা যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, জাগপা নেতা রাজু মোল্ল্যা, সৌরভ বিশ্বাস ও রিয়াজ হোসেন।
অনুষ্ঠানে বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ববি ও ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।
জাগপার নেতারা বলেন, দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক অভিযাত্রায় দলটি বরাবরই জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সোচ্চার ছিল। ভবিষ্যতেও এই পথচলা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।